রাজশাহীতে মায়া রাণী ঘোষ (৬৮) নামে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে নগরীর কুমারপাড়া ঘোষপাড়া মহল্লার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিহত মায়া রাণী ঘোষ নগরীর মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১০ সালে তিনি অবসরে যান।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি। পুতুল ঘোষ নামে তার এক পালিত কন্যা রয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকেন পুতুল। আর নিজ বাড়িতে একাই থাকতেন মায়া রাণী ঘোষ।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে গৃহকর্মী হেনা ঘোষ বাড়িতে এসে মায়া রাণীকে চা বানিয়ে দিয়ে যান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে পালিত মেয়ে পুতুল ঘোষ শ্বশুরবাড়ি থেকে মায়া রাণীর বাড়িতে আসেন। তিনি এসেই ঘরের মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, নিহতের স্বর্ণালংকার ও মোবাইল ফোন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর এসব নিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। 

এদিকে নিহতের পালিত মেয়ে পুতুল ঘোষ জানান, অন্যদিন কড়া নাড়লে তার মা দরজা খুলে দেন। কিন্তু আজ এসে বাড়ির সদর দরজা খোলা পান। ভেতরে ঢুকে একটি কক্ষের মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরে পুলিশ আসে।

 ফেরদৌস সিদ্দিকী/আরএআর