নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদ্রাসার সামনে থেকে এক ছাত্রীকে (১৫) অপহরণের ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী শাখায়েত হোসেন প্রকাশ জিহাদ (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অপহৃত কিশোরী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা এবং নোয়াখলা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে শাখায়েত হোসেন প্রকাশ জিহাদ অজ্ঞাতনামা দুই-তিনজন আসামিসহ তালতলা মাদ্রাসার সামনের রাস্তা থেকে ওই ছাত্রীকে অপহরণ করেন। পরে তার বাবা তার খোঁজ না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিষয়টি তদন্তে নামে পুলিশ। অপহরণের ৯ দিন পর বুধবার ভোরে চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সময় অপহরণকারী শাখায়েত হোসেন প্রকাশ জিহাদকে গ্রেফতার করেছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করতে গিয়ে জানা যায় মেয়েটি অপহৃত হয়েছে। অপহরণকারী বর্তমানে থানাহাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

হাসিব আল আমিন/এনএ