প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ
বাগেরহাটের মোংলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে উঠেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী আব্দুল মালেক ফরাজী মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ফুটবল প্রতীকে আমি ৫৭৬ ভোট পাই। আর অপর প্রার্থী ফজলুর রহমান মল্লিক পান ২৭৮ ভোট। কিন্তু আমার এজেন্ট মোশারেফ হাওলাদারকে আটকে রেখে সংশ্লিষ্ট কেন্দ্র ন্যাজারিন মিশনের প্রিসাইডিং কর্মকর্তা বিশ্বজিৎ বাড়ই প্রাপ্ত ভোটের ফলাফল পাল্টে মোরগ প্রতীকের ফজলুর রহমান মল্লিককে বিজয়ী ঘোষণা করেন। এ সময় ফুটবল প্রতীকের এজেন্ট মোশারেফ এ ঘটনার প্রতিবাদ করলে তার কোনো কথা না শুনে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
প্রার্থী আব্দুল মালেক ফরাজী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) কমলেশ মজুমদারকে জানিয়ে আবার ভোট গণনার কথা বললে তিনি ভোট গণনার আশ্বাস দেন। কিন্তু সেই ভোট আর গণনা হয়নি বলে জানান আব্দুল মালেক ফরাজী।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা বিশ্বজিৎ বাড়ই বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো ধরনের অনিয়ম করা হয়নি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে অভিযোগের সত্যতা স্বীকার করে ইউএনও কমলেশ মজুমদার বলেন, যেখানে রেজাল্ট শিটে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর রয়েছে সেখানে আর কিছু করার নেই। তারপরও প্রার্থী আব্দুল মালেক ফরাজীকে প্রয়োজনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দিয়েছি।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাগেরহাটের ৬৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচত অনুষ্ঠিত হয়।
তানজীম আহমেদ/আরএআর