ময়মনসিংহের ত্রিশালে অটোভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাঠাল ইউনিয়নের সিংরাইল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে  ভ্যানচালক সৈয়দ আলী (৪৫) ও পার্শ্ববর্তী বনগ্রামের পীরবক্সের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আতিকুল (৫০)।  

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বইলর-কালির বাজার সড়কে একটি প্রাইভেটকার অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় অটোভ্যানে থাকা যাত্রী আতিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ ঘটনায় প্রাইভেটকারটিকে আটক করে থানায় রাখা হয়েছে। চালককেও আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি। 

উবায়দুল হক/আরএআর