রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজির রুই ও ১১ কেজির পাঙাশ মাছ। রুই ২২ হাজার ও পাঙাশ মাছটি ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হয় বলে জানা গেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় কালি হালদারের জালে মাছ দুইটি ধরা পড়ে। রাতে মাছ দুইটি বিক্রির জন্য জেলে কালি হালদার দৌলতদিয়াঘাট এলাকায় আনু খাঁর মৎস্য আড়তে নিয়ে আসেন।

এ সময় মাছ দুটি নিলামে উঠলে আড়তদার ও মাছ ব্যবসায়ী চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ২ হাজার ১০০ টাকা প্রতি কেজি দরে ২১ হাজার টাকায় রুই ও ১ হাজর ৪০০ টাকা প্রতি কেজি দরে পাঙাশ মাছটি ১৫ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, আমি উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মাছ দুটি কিনে নেই। তারপর মুঠোফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে রুই মাছটি ২২ হাজার ও পাঙাশ মাছটি ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান (ভারপ্রাপ্ত) জানান, পদ্মা নদীতে এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি।

মীর সামসুজ্জামান/এমএসআর