দুর্গাপূজা নয়, কোনো পূজার মধ্যেই মদ পানের সম্পর্ক নেই। কিছু যুবক মদ পান করে মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই পূজার সময় মদের দোকান বন্ধ রাখার অনুরোধ করছি। শারদীয় দুর্গাপূজায় চাঁদপুরে যাতে মদের দোকান বন্ধ রাখা হয়, সে জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানাই।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই অনুরোধ জানান জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী।

এ সময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পূজা উদযাপন কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, পূজা উদযাপনের আগে নিজেদের মধ্যে একটি কমিটি গঠন করবেন। কিছু দুষ্কৃত চায় আমাদের মধ্যে সম্প্রীতি না থাকুক। কেউ যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেদিকে সব সময় আমাদের সতর্ক থাকতে হবে। কোভিড-১৯-এর কারণে কোনো প্রকার মেলার আয়োজন করা যাবে না।

তিনি আরও বলেন, ধর্মীয় নিয়মকানুন মেনে পূজার উৎসব উদযাপন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠানে যেন ধর্মীয় সংগীত চালানো হয়। নামাজ ও আজানের সময় মাইক চালানো যাবে না। আজ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যেন সম্পূর্ণরূপে পালন করা হয়। এ ছাড়া আপনারা যারা উপজেলা পর্যায়ের কমিটির নেতারা রয়েছেন, আপনারা নিজ উপজেলায় গিয়ে এসব বিষয় অবহিত করার জন্য অবশ্যই পৃথক সভা করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বক্তব্যে বলেন, আমরা প্রতিটি ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। সেই উৎসবটুকু যেন আমরা ভালোভাবে পালন করতে পারি, তারই লক্ষ্যে আজকের এ সভা। পূজার মধ্যে যেন কোনো প্রকার উগ্রতা না থাকে। পূজা দেখতে অনেকেই যাবেন, তার মধ্যে নারী ও শিশু থাকবে। তাদের কেউ যেন ইভটিজিং বা কোনো অসম্মান না করতে পারে, তার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আছেন। ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে যেন সাম্প্রদায়িক ইস্যু না হয়। অনেক সময় অনেক গুজব রটে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, এনএসআইয়ের উপপরিচালক শাহ মো. আরমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

শরীফুল ইসলাম/এনএ