পদ্মার ২০ কেজির কাতল ৩৫ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ২০০ গ্রাম ওজনের বড় কাতল মাছ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় নদীর মোহনায় জাল ফেললে নারায়ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
নারায়ণ হালদার মাছটি বিক্রির জন্য দুপুর দেড়টায় দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তের সামনে নিয়ে আসেন। সে সময় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
বিজ্ঞাপন
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, নারায়ণ হালদারের জালে মাছটি ধরা পড়লে তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মৎস্য আড়তের সামনে নিয়ে আসলে সর্বোচ্চ দাম দিয়ে ৩৩ হাজার ৩০০ টাকায় কিনি। পরে ঢাকার ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ৩৫ হাজার ৩০০ টাকায় মাছটি বিক্রি করি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকোনুজ্জামান বলেন, পদ্মায় পানি কমতে শুরু করেছে, তাই জেলেদের জালে এখন বড় বড় মাছ ধরা পড়েছে। গতকালও দুটি বড় মাছ ধরা পড়েছে।
বিজ্ঞাপন
মীর সামসুজ্জামান/এমএসআর