ময়মনসিংহে দেড় লাখ টাকার জাল নোটসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ হওয়া দেড় লাখ টাকার মধ্যে ১৩০টি ১ হাজার টাকার নোট ও ৪০টি ৫০০ টাকার জাল নোট রয়েছে।

গ্রেফতারা হলেন ফুলবাড়িয়ার মৃত মোকছেদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে রুবেল (২৫), ইউনুছ আলীর ছেলে আবু সাঈদ (২৫), ইউসুফ আলীর ছেলে শাহীন ওরফে শাহিদ (২৫), খায়রুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম ওরফে ইসাহাক (২২)। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার সময় ফুলবাড়িয়া উপজেলার লাহেরীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছে। জব্দ টাকা বাজারে ছাড়তে এনেছে, এমন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। 

ওসি আরও বলেন, চক্রটির আরেক সদস্য ঢাকা থেকে তাদের কাছে সাপ্লাই দেয়। আর তারা সেগুলো বাজারে ছড়ায়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

উবায়দুল হক/এমএসআর