চাঁদপুরে মেয়ে হত্যায় বাদী মা কারাগারে
নওরোজ আফরিন প্রিয়া
চাঁদপুরের শাহরাস্তির আলোচিত নওরোজ আফরিন প্রিয়া (২১) হত্যা মামলায় তার মা তাহমিনা সুলতানা রুমিকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকেই আসামি করে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিচারক। এর আগে প্রিয়া হত্যায় জড়িত সন্দেহে তার মায়ের পরকীয়া প্রেমিক হান্নানকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ সুপার মিলন মাহমুদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুরের পিপি অ্যাডভোকেট রনজিত রায় বলেন, প্রিয়া হত্যা মামলায় তার মা ও পরকীয়া প্রেমিককে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয়ার মা তাহমিনা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রেমিক হান্নানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে পরবর্তী কার্যদিবসে।
বিজ্ঞাপন
১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার আহাম্মদনগর ছোটপোদ্দার বাড়িতে প্রিয়া নামে গৃহবধূকে হত্যা করে দুর্বৃত্তরা। সে ওই বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী কাইরুজ্জামান চৌধুরী কুমিল্লায় চাকরি করেন।
শরীফুল ইসলাম/এমএসআর