জয়পুরহাটে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি ও কালাইয়ে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন পাঁচবিবির বাগজানা ভীমপুর গ্রামের তরণী কান্ত রায়ের ছেলে সুবোধ চন্দ্র রায় (৩৫) ও সদর উপজেলার হিচমী গ্রামের আবু বক্করের ছেলে গোলাম আজম (২৫)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ভীমপুর গ্রামের বাসিন্দা সুবোধ চন্দ্র রায় ব্যাটারিচালিত অটো চালাতেন। আজ সকালে নিজ মুরগির ফার্মে অটোতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত পড়ে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিজ্ঞাপন
অপরদিকে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) মিলাদুন নবী ঢাকা পোস্টকে বলেন, নির্মাণশ্রমিক গোলাম আজম কালাই উপজেলার ঝামুট গ্রামের একটি নতুন বাড়িতে রডের কাজ করছিলেন। এ সময় লোহার একটি খাঁচা নিচ থেকে ওপরে নিচ্ছিলেন তিনি।
ওপরে যাওয়ার সময় ওই বাড়িরই একটি দুর্বল বৈদ্যুতিক তারের সঙ্গে সেটির স্পর্শ হয়। এতে সঙ্গে সঙ্গে গোলাম আজম বিদ্যুতায়িত হয়ে আহত হন। তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
চম্পক কুমার/এমএসআর