রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া ফুটবল মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করে মাঠ মাতিয়েছেন।

শুক্রবার বিকেলে মরহুম আব্দুল জলিল মিয়া স্মৃতি সংসদের আয়োজনে ঢাকার সোনালী অতীত ক্লাব বনাম অ্যাসোসিয়েশন অব শৌখিন ফুটবলার একাদশ পাবনার মধ্যে প্রীতি ম্যাচ হয়। সোনালী অতীত ক্লাব ৩-০ গোলে শৌখিন ফুটবল একাদশ পাবনাকে পরাজিত করে।

রাজবাড়ীর সাবেক ফুটবলার দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দি আওয়ামী লীগের সম্পাদক সামছুল আলম সুফি মিয়া। ম্যাচের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন একেএম ফরিদ হোসেন মিয়া বাবু।

প্রীতি ফুটবল ম্যাচে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ, আমিনুল ইসলাম, খোন্দকার রাকিবুল ইসলাম, এনামুল হক, পান্নু, রোকুন্নুজামান কাঞ্চন, রুহুল আমিন, উজ্জ্বল, জাকির অংশগ্রহণ করেন।

জাতীয় দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ বলেন, ইউনিয়ন পর্যায়ের একটি ফুটবল ম্যাচে হাজার হাজার দর্শক উপস্থিতি প্রমাণ করে মানুষ ফুটবলকে ভালোবাসে। সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে বাংলাদেশের ফুটবল ক্রিকেটের মতো অগ্রসর হবে।

প্রীীত ফুটবল খেলায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক্জ্জুামান, রাজবাড়ী ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু অমিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান/এমএসআর/জেএস