নোয়াখালীর সেনবাগে বিয়েবাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ গ্রামের ফকির আহাম্মদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ইউনুছ সোনাইমুড়ী উপজেলার উত্তর আম্বরনগর গ্রামের ভূইয়া বাড়ির মো. বদিউজ্জামালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়েবাড়িতে কাজ করতে গিয়ে ইউনুছ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়ে পড়েন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে মূমুর্ষু অবস্থায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করেন। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাসিব আল আমিন/এমএসআর