ছাগল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার
ফাইল ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় সাফাতুন খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
নিহত সাফাতুন খাতুন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত শামসুদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলের দিকে বাড়ির সামনের রাস্তার পাশ থেকে তিনি ছাগলের বাচ্চা নিয়ে আসতে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতির বেপরোয়া একটি ইজিবাইক ধাক্কা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মৃত্যু পর তার পরিবারের লোকজন ও স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালকসহ ইজিবাইকটি জব্দ করার চেষ্টা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এসপি