ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও বর্তমানে পূর্ব পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান।

এদিকে, টোলপ্লাজা খুলে দেওয়া হলেও ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

জানা গেছে, সেতুর পশ্চিম পাশে মহাসড়কের প্রস্ততকরণ কাজের কারণে যানজট বৃদ্ধি পেয়েছে। ফলে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল পর্যন্ত যানজট ছিল। এছাড়া গাড়ির চাপ ও ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ৪ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। টোল বন্ধ থাকায় মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত ৪ ঘণ্টা সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এছাড়া ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে সকাল ১০টার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। 

এসপি