কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের পাহাড় থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে র‍্যাব। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

অপহৃতরা হলেন- আজিজুল ইসলাম, আল আমিন ও মুক্তার হোসেন। তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়া থানার আফাজিয়া এলাকায়।

র‍্যাব জানায়, গেল ২৪ সেপ্টেম্বর নির্মাণশ্রমিক হিসেবে টেকনাফের হ্নীলা এলাকায় যান তিন বন্ধু। নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গেলে তাদের অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তিনজনকে মেরে ফেলার হুমকি দেয়। 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, অপহৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক দল নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের পাহাড়ের পাদদেশে ঝুপড়ি থেকে তাদের উদ্ধার করে। র‍্যাবেরর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মুহিববুল্লাহ মুহিব/এসপি