ফারুক আল মাসুদ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদের সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইউএনও ফারুক আল মাসুদ।

এর আগে ঘটনার সত্যতা যাচাইয়ের পর ইউএনও ফারুক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আসসালামু আলাইকুম। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, আমার সরকারি মোবাইল নম্বর (০১৭৮৪...০৬) ক্লোন করে ২ জনের কাছে টাকা চাওয়া হয়। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

ইউএনও ফারুক আল মাসুদ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান জানান যে, আমার ব্যবহৃত সরকারি নম্বর থেকে ফোন করে কেউ একজন তার কাছে টাকা দাবি করেন। এরপর আমি বিষয়টি খতিয়ে দেখি উপজেলার আরও এক ইউপি চেয়ারম্যানকেও ক্লোন করা নম্বর থেকে ফোন দেওয়া হয়েছিল।

কিন্তু তিনি ব্যস্ত থাকায় ফোনটি রিসিভ করতে পারেননি। তাই সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য ফেইবুকে স্ট্যাটাস দেই। ইতোমধ্যে বিষয়টি আমি ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নলেজে দিয়েছি। যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটনে তবে জিডি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।

জাহিদুল খান সৌরভ/এমএসআর