তিন নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি
বাগাতিপাড়ার তমালতলা বাজারে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানের তালা ভেঙে ডাকাতি হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ডাকাতের একটি দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে আসে। এ সময় তিনজন নৈশপ্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করে বেঁধে রেখে বড় বড় ১১টি দোকানের মালামাল ও ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
ঘটনাস্থল পরিদর্শনে আসা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ডাকাতদলকে ধরতে অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এমএসআর