বাগাতিপাড়ার তমালতলা বাজারে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানের তালা ভেঙে ডাকাতি হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ডাকাতের একটি দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে আসে। এ সময় তিনজন নৈশপ্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করে বেঁধে রেখে বড় বড় ১১টি দোকানের মালামাল ও ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থল পরিদর্শনে আসা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ডাকাতদলকে ধরতে অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসআর