নারীর গোসলের ভিডিও ধারণকারী ছাত্রলীগ নেতা কারাগারে
হিমেল সিকদার
গোপন ক্যামেরা দিয়ে বাসার মালিকের মেয়ের গোসলের দৃশ্য ধারণ করায় হিমেল সিকদার (২৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর সদরের ইউনিয়নপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
হিমেল উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের থলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মির্জাপুর থানা পুলিশ ওই ছাত্রলীগ নেতা হিমেলকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করেছেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় হিমেল সিকদারকে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মর্মে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান ও সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আট মাস আগে হিমেল সিকদার প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাদের বিয়ে না মানায় সে মির্জাপুর ইউনিয়নপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকে। হিমেল কয়েকদিন ধরে গোপন ক্যামেরার মাধ্যমে ওই বাসার মালিকের মেয়ের গোসলের ভিডিও ধারণ করেন।
বিজ্ঞাপন
পরে মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে ওই বাসার ভাড়াটিয়া দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করতে ঘরে গোপন ক্যামেরা স্থাপন করেত থাকেন। যা দম্পতি দেখে ফেলেন। পরে ভাড়াটিয়া ও বাসার মালিক আসলে প্রথমে হিমেল গোপন ক্যামেরার কথা অস্বীকার করলেও তাদের চাপে ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ছাড়া বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তার মোবাইল ফোন থেকে বাড়ির মালিকের মেয়ের গোসলের পাঁচটি ভিডিও দেখতে পান ভাড়াটিয়ারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ নেবে না। হিমেলকে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, হিমেল ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার মোবাইল ফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এমএসআর