বগুড়ায় খাইরুল ইসলাম (২৭) নামের এক মাইক্রোবাসচালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় শহরের কানছগাড়ি একটি বেসরকারি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত খাইরুল রংপুর জেলার সদর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন।

কানছগাড়ি এলাকার স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার পরে অজ্ঞাতনামা দুই যুবক নিহত খাইরুলকে ধাওয়া করে একটি বেসরকারি হাসপাতালের সামনে নিয়ে আসে। পরে সেখানে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রেখে চলে যায়। এরপর স্থানীয়া তাকে উদ্ধার করে শজিমেক এ নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, নিহতের পুরো দেহ রক্তে ভেজা ছিল। বর্তমানে তার লাশ মর্গে রাখা আছে। আমরা আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছি৷

এনএ