রাজবাড়ীর পাংশায় প্রতিপক্ষ চাচাকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে হয়েছেন দুই যুবক। মঙ্গলবার রাতে কৌশলে প্রতিপক্ষ চাচার বাড়িতে দুটি অস্ত্র রেখে পাংশা থানা পুলিশকে খবর দেন তারা।

উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর এলাকায় এমন ঘটনা ঘটেছে। পরে বসতভিটার পেছনে লুকিয়ে রাখা ১টি রামদা ও ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই যুবক পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তাদের রাখা অস্ত্র দুটি দেখিয়ে দেন। কিন্তু বিষয়টি পুলিশের সন্দেহ হয়। উল্টো পুলিশ তাদের জেরা শুরু করলে তারা ষড়যন্ত্রের বিষয়টি জানান। পরে পুলিশ তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে মামলা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পাংশা থানার পুইজোর এলাকার মো. মোতালেব মণ্ডলের ছেলে মো. ইসলাম মণ্ডল (৩৫) ও একই এলাকার মৃত, আবুল হোসেন মিয়ার ছেলে মো. হামিদুর মিয়া (৪০)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা করা হয়েছে।

মীর সামসুজ্জামান/এনএ