পুলিশ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর
রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশের ভ্যানের ধাক্কায় গুরুতর আহত চাঁদনী আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় উপজেলার জুম্মারপাড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁদনী আক্তার একই উপজেলার কুর্শা ইউনিয়নে বীরভদ্র গ্রামের লালচাঁন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
বিজ্ঞাপন
জানা গেছে, চাঁদনী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহেশা গ্রামে তার নানা বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিল। পথিমধ্যে জুম্মারপাড় এলাকায় রাস্তা পারাপারের সময়ে একটি পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওই পুলিশ ভ্যানে করেই হাসপাতালে নিয়ে যায়। এরপর আহত শিশুর সঙ্গে থাকা একজনকে একটি মোবাইল নম্বর দিয়ে চলে যান ভ্যানটিতে থাকা পুলিশ সদস্যরা। পরে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শিশুটির পরিবারের খোঁজ নেওয়া হয়েছে। তবে এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ভ্যানটি কুড়িগ্রাম থেকে এসেছিল বলে জানতে পেরেছি। তবে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি।
বিজ্ঞাপন
ফরহাদুজ্জামান ফারুক/এসপি