দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রসেনজিত বাবলু সরকার (৩০) নামে ভারতীয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বাবলু সরকার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের সিকিউরিটি ইনর্চাজ বাদল চক্রবর্তী। তিনি বলেন, বাবলু সরকার নামে এক ভারতীয় ট্রাকচালক বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আসেন। শনিবার বিকেলে বন্দরের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় তার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ভারতে পাঠানোর পরার্মশ দেয় চিকিৎসকরা। পরে তাকে ভারতে পাঠানোর আগেই বন্দরের ভেতরে তিনি মারা যান।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম জানান, হিলি বন্দরে একজন মারা গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসপি