নীলফামারীতে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন। রোববার (৩ অক্টোবর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মোখছেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩২) ও চাপড়া সরমজানি ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের বালিয়া মামুদের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।

পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার জানান, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েকজন যুবক পঞ্চপুকুরের মিলবাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে রবিউল মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় একজন আহত হন।

চাপড়া সরমজানি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। এছাড়াও মমিনুর রহমান নামে একজন গুরতর আহত হয়েছেন।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ আল হাসান রাফিন/আরআই