ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার মেঘনা নদীতে জোয়া‌রের পা‌নি‌তে ভে‌সে আসা এক‌টি হ‌রিণ শাবক‌ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (০৪ অক্টোবর) সকালে তজুমউদ্দিন উপজেলার গভীর ব‌নে হরিণ শাবকটি অবমুক্ত করা হয়। 

জানা যায়, রোববার দুপু‌রে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার হাসান নগর ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের মেঘনা নদীতে জোয়ারের পানিতে  ভেসে আসে হ‌রিণ শাবক‌টি। পরে স্থানীয়রা উদ্ধার ক‌রেন। ইউনিয়ন পরিষদের চৌ‌কিদার মিজানের মাধ্যমে বোরহানউদ্দিন থানায় খবর দি‌লে পুলিশ হ‌রিণ শাবক‌টি থানায় নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মাজহারুল আমীন জানান, স্থানীয়রা নদী থেকে হরিণ শাবকটি উদ্ধার করে থানায় খবর দেয়। আমরা উদ্ধার করে বন বিভাগকে হরিণ শাবকটি হস্তান্তর ক‌রি। 

ভোলা বন বিভা‌গের রেঞ্চ কর্মকর্তা মো. আলাউ‌দ্দিন জানান, ওই হ‌রিণ শাবক‌কে বেলা ১১টায় ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার বাসান ভাংগা চ‌রের গভীর ব‌নে অবমুক্ত ক‌রে‌ছি। হ‌রিণ শাবক‌টির বয়স দুই মা‌সের মতো।

এসপি