নিহত আব্দুল আউয়াল মিয়া

একদিন আগে দাদি হামিদা খাতুনকে হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পরদিনই আরেক দুঃসংবাদ শুনলেন তিনি। দাদির জানাজার অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফুফাতো ভাই আব্দুল আউয়াল মিয়া (৫০)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলায় জামতলা এলাকায় আব্দুল আউয়ালকে বহন করা অটোরিকশাকে ট্রলি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও বোনসহ পরিবারের অন্য চার সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন জামাল ভূঁইয়ার চাচাতো ভাই মো. জুনাইদ ভূঁইয়া। তিনি বলেন, কিশোরগঞ্জের আলোর মেলার বাসা থেকে অটোরিকশাযোগে নান্দাইলের চংভাদেরা গ্রামের দিকে আসছিলেন পরিবারের আট সদস্য।

স্থানীয়দের বরাত দিয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ওই এলাকায় মাটিবোঝাই একটি ট্রলি সড়কের ওপরে ওঠার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল আউয়াল।

দুর্ঘটনায় গুরুতর আহত হন নিহতের স্ত্রী রেহানা আক্তার (৪৫), বড় বোন আঙ্গুরা খাতুন (৫৮), ছোট বোন তাসমিনা (৩২) ও সোহেল (২২)। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের চংভাদেরা গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান জামাল ভূঁইয়ার শতবর্ষী দাদি হামিদা খাতুন। বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এএম