নরসিংদীতে ব্যাডমিন্টন খেলা নিয়ে গোলাগুলি
মাধবদী পৌরসভা
আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিকের অনুসারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাব্বির হোসেন (২৪) ও আহাদ মিয়া (২৭) নামে দুই গ্রুপের দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এলাকাবাসী জানায়, রোববার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মাধবদী পৌরসভা সংলগ্ন এসপি স্কুলের মাঠে আহাদ গ্রুপ ও পৌর মেয়রের ভাগিনা আরিফ গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শুরুতে ধস্তাধস্তি হয়। পরে এক গ্রুপের লোকজন আরেক গ্রুপের লোকজনের ওপর চড়াও হন। একপর্যায়ে দুই গ্রুপ গুলি ছুড়তে থাকলে দুইজন আহত হন। ঘটনার পরপরই মাধবদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
গুলিবিদ্ধ সাব্বির বিরামপুর এলাকার জাকির হোসেনের ছেলে এবং আশিক নুরালুপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে। গুলিবিদ্ধ দুইজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও গোলাগুলির বিষয়টি অস্বীকার করে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
তবে এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আহাদ গ্রুপ ও আরিফ গ্রুপের মধ্যে টেন্ডার ও ঠিকাদারি, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে দ্বন্দ্ব চলছিল। তারই জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এএম