জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগে গ্রামের উন্নতি, তারপর বাংলাদেশের। শুধু শহরগুলোতে উন্নতি হলে লাভ নেই। সদর মহলে আলো, অন্দর মহলে কালো। এভাবে হলে চলবে না।  

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরে হক ট্রেডার্স প্রাইভেট লিমিটেড ফিডস মিলসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, আগামী বাজেটে যেন ফিডস তৈরির কারখানাগুলোকে অর্থনৈতিক প্রণোদনা বা সাহায্য দেওয়া হয় সে বিষয়ে আমি বলব। এ ব্যাপারে সরকার যেন এগিয়ে আসে সেই উৎসাহ দেব। 

হক ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওয়ায়দুর রহমান চিনু, আব্দুল্লাহিল কাইয়ুম, নঈমুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কুমারেশ রায় প্রমুখ।

জুয়েল রানা/আরএআর