ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে দুজন এবং উপসর্গে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ৫৩২ জনের মৃত্যু হলো। 

একই সময়ে ১৫৭ নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯১। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৫৯০ জনে।

সিভিল সার্জনের কার্যালয় শুক্রবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। 

করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া দুজন ফরিদপুর সদর ও উপসর্গে মারা যাওয়া ব্যাক্তি মাদারীপুর সদরের বাসিন্দা।

জানা গেছে, করোনা শনাক্ত ৩ জনের মধ্যে ভাঙ্গায় একজন, সদরপুরে ১ জন এবং ফরিদপুর সদরের একজন রয়েছেন।

আরআই