রাজশাহীতে ইমো হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতার
রাজশাহী নগরীতে ইমো হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছেন। শনিবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্পের একটি দল।
গ্রেফতাররা হলেন নাটোরের লালপুরের বিলমারিয়ার মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), একই উপজেলার মমিনপুরের জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১) ও রাজশাহীর হরিরামপুরের আলম হোসেনের ছেলে আল আমিন (২০)।
বিজ্ঞাপন
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চক্রের আরও ৩ সদস্য। ওই অভিযানে ২১টি মোবাইল ফোনসেট, ৪৯টি সিমকার্ড, দুটি ল্যাপটপ, টেলিফোন ও সিসি ক্যামেরাসহ নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন র্যাবের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন ও উপঅধিনায়ক রফিকুল ইসলাম। শনিবার দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান চলে।
বিজ্ঞাপন
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১০ অক্টোবর) দুপুরের দিকে র্যাবের কোম্পানি অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে চক্রটি প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে আসছিল।
পরে ভিকটিমের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে বিকাশে অর্থ হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা। এ নিয়ে তাদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর