হঠাৎ ক‌রেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ১৫ কি‌লো‌মিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। বার বার বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ, সিরাজগ‌ঞ্জের নলকা ব্রিজ সংস্কার ও মহাসড়‌কের উন্নয়ন কাজ চলমান থাকায় দিনভর যানজটে কব‌লে পড়‌তে হ‌য়ে‌ছে প‌রিবহনগু‌লো‌কে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা। ত‌বে যানজট নিরস‌নে পু‌লিশ নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে‌।
 
বৃহস্প‌তিবার (১৪ অক্টোবর) সন্ধ‌্যা ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় থে‌মে থে‌মে যানবাহন চলাচল করতে দেখা গে‌ছে। এতে কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আবার ঢাকাগামী অনেক প‌রিবহন বঙ্গবন্ধু সেতু পার হ‌য়ে আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে গন্ত‌ব্যে পৌঁছে যাচ্ছে। এতে দীর্ঘক্ষণ যানজ‌টে আট‌কে থাকা প‌রিবহ‌নের যাত্রীরা বাস থে‌কে নে‌মে হেঁটে বা ট্রেনে সেতু পার হ‌চ্ছেন। এই চিত্র দেখা গে‌ছে দিন গ‌ড়ি‌য়ে রাত পর্যন্তও। এখন পর্যন্ত মহাসড়‌কের টাঙ্গাইল অং‌শের ১৫ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজট র‌য়ে‌ছে। 

এ সময় সেতুপূর্ব গোলচত্বরে কথা হয় চাপাইনবাবগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী ট্রাকের চালক ইশারুলের সঙ্গে। তি‌নি ঢাকা পোস্ট‌কে ব‌লেন, গতকাল (বুধবার) বি‌কে‌লে চাঁপ‌াইনবাবগঞ্জ থে‌কে রওনা দি‌য়ে রা‌তে সিরাজগ‌ঞ্জের সলঙ্গায় যানজটের কব‌লে প‌ড়ে‌ছি। বৃহস্প‌তিবার বি‌কেল ৫টায় বঙ্গবন্ধু সেতু পার হ‌য়ে গোলচত্বরে আট‌কে আছি। স‌ঠিক সম‌য়ে ঢাকায় মালামাল পৌঁছা‌নো নি‌য়ে শঙ্কায় আছি।  

‌সিরাজগ‌ঞ্জের আরেক ট্রাকচালক মো. রু‌বেল ব‌লেন, গতকাল বি‌কে‌লে ট্রা‌কে চাল লোড ক‌রে‌ছি সিরাজগ‌ঞ্জের মিরপুর থে‌কে। প্রায় ১৬ ঘণ্টায় এখন পর্যন্ত মাত্র সেতু পার হ‌য়ে‌ছি। সেতু পার হ‌য়েও যানজ‌টের কব‌লে প‌ড়ে‌ছি। এখন চালের মা‌লিক বারবার ফোন কর‌ছে।
 
উত্তরবঙ্গগামী দেশ ট্রা‌ভেলসের সুপারভাইজার তা‌লেব হো‌সেন ব‌লেন, ঢাকা থে‌কে সকাল ৬টায় উত্তরব‌ঙ্গের উদ্দেশ্যে ছে‌ড়ে আস‌ছি। দুপু‌রের দি‌কে এলেঙ্গা এসে তীব্র যানজটের কব‌লে প‌ড়ি। এরপর যানজট ঠে‌লতে ঠেল‌তে ‌বিকেল সা‌ড়ে ৫টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব পা‌ড়ে আস‌ছি। এখন সেতু পার হব। যানজটের কার‌ণে অনেক যাত্রী হেঁটে কেউবা ট্রেনে ক‌রে সেতু পার হ‌য়ে‌ছেন। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, সন্ধ‌্যার পর থে‌কে মহাসড়‌কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লে‌নে প‌রিবহন চলাচল কর‌ছে। ত‌বে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে। বঙ্গবন্ধু‌ সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে গা‌ড়ির ধীরগ‌তির কার‌ণে সেতুর পূর্ব পা‌ড়ে যান‌জটের সৃ‌ষ্টি হয়। 

অভিজিৎ ঘোষ/আরএআর