ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মৃত ওমর আলীর ছেলে আব্দুল ছাত্তার (৬৫) ও একই উপজেলার মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল কাদের (৬০)। নিহতদের মরদেহ মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈলতলী নামক স্থান থেকে আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তবে জনশূন্য স্থান হওয়ায় কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছি।

তানজীম আহমেদ/আরএআর