আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পাটুয়াভাঙ্গার দরগা বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ তলব করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।

জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বর্তমান দলীয় সাংসদ পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বাড়িতে নব গঠিত উপজেলা আহ্বায়ক কমিটির সভা হওয়া কথা ছিল।

শুক্রবার সন্ধ্যার পর থেকে এমপি নূর মোহাম্মদের সমর্থক নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দরগা বাজারে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ তলব করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পাশাপাশি সেখানে বি‌জি‌বি টহল দিচ্ছে।

ঘটনাস্থলে অবস্থিত হো‌সেনপুর সা‌র্কে‌লের অতি‌রিক্ত পু‌লিশ সুপার সোনাহার আলী বলেন, সংঘর্ষের খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ক‌রে। এ সময় ইট-পাট‌কে‌লের আঘা‌তে ক‌য়েকজন পু‌লিশ সদস্য আহত হয়। পুলিশের রাবার বুলেটে ক‌য়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

এসকে রাসেল/এসএসএইচ