হবিগঞ্জের নবীগঞ্জের গুমগুমিয়া পূজামণ্ডপের সামনে স্থানীয় যুবক ও পূজারীদের সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।

স্থানীয়রা জানান, ১৪ অক্টোবর কুমিল্লার ঘটনায় সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে স্থানীয় যুবকরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গুমগুমিয়া গ্রামের দুর্গা মন্দিরের সামনে আসা মাত্র পূজারীদের সঙ্গে যুবকদের বাকবিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ওসিসহ ১০ জনকে নবীগঞ্জ ও সিলেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার দুদিন পর শনিবার রাতে এ মামলা দায়ের করা হয়।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গুমগুমিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আহত হন। এ ঘটনায় পুলিশ অ্যাসাল্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

মোহাম্মদ নুর উদ্দিন/এসপি