সুনামগঞ্জের দিরাইয়ে বিলের মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুহেব মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন। সোমবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের পাশের উদি বিল নিয়ে ভাটিপাড়ার নয়াহাটির ইউপি সদস্য রুহেল আহমদ তালুকদার ও বাজারহাটির শিশির নূরের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরে সোমবার দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রুহেব মিয়া নামে একজনের মৃত্যু হয়। আহত হন উভয় পক্ষের ৩০ জন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাজারহাটির বাসিন্দা শিশির নূর বলেন, উদির হাওরের বিল নিয়ে রুহেল মেম্বারের লোকজনের সঙ্গে আমাদের বিরোধ চলছে। ওখানে আমাদের জমি রয়েছে। অথচ আমরা যেতে পারি না। আজ রুহেল মেম্বারের লোকজন আমাদের বাড়িঘরে হামলা করেছে। তাদের হামলায় আমাদের পক্ষের একজন মারা গেছেন। আরও অনেকে আহত হয়েছেন। 

রুহেল আহমদের মেয়ে মিম বেগম বলেন, কাগজেপত্রে বিল আমাদের হলেও শিশির নূরের লোকজন জোরপূর্বক বিল দখল করতে চায়। আজ তারা নিজেরাই তাদের একজনকে মেরে আমাদের বাড়িঘর লুট করে সব কিছু নিয়ে গেছে।

ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কাজী বলেন, দুই পক্ষের মধ্যে বহুদিনের বিরোধ চলছে। পূর্ব-বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিলের মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সাইদুর রহমান আসাদ/আরএআর