ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের উত্তরপাড়া এলাকার শেখ হুমায়ূনের ছেলে।

এ ঘটনায় ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুম (১৭) নামে আরও চার তরুণ আহত হয়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, আকাশের সঙ্গে তার পার্শ্ববর্তী এলাকার শেখ কামরুলের ছেলে রিফাতের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা ছিল। দুপুরে রিফাত ও আকাশের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সন্ধ্যায় মধ্যপাড়ায় রিফাত তার বাড়ির পাশে আকাশকে ছুরিকাঘাত করেন।

এ সময় আকাশের সঙ্গে থাকা চার তারুণ রিফাত ও তার সহযোগীদের হামলায় আহত হন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আকাশের মাথা ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কী বিষয় নিয়ে রিফাত ও আকাশের মধ্যে শত্রুতা ছিল, সেটি নিশ্চিত করে জানা যায়নি। রিফাতকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

আজিজুল সঞ্চয়/এমএসআর