নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার ঘটনায় সিসি টিভি ফুটেজ ও ছবি দেখে ৯ আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ এর সদস্যরা। বৃহস্পতিবার (২১ অক্টোবর)  দুপুরে চৌমুহনীতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সোহরাব হোসেন (৩৩), মো. মানু প্রকাশ মান্না (৩২), মো. হারুন অর রশিদ (৪৫), নিজাম উদ্দিন (৩৫), মো. রাসেল (৩২), আবদুল মোতালেব (৪৭), শাহাদাত হোসেন (৩৪), গোলাম কিবরিয়া (৩২) ও নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা আনোয়ারুল আজিম (৪০)।  

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, সিসি টিভি ফুটেজ ও ছবির মাধ্যমে শনাক্ত করে গতকাল বুধবার (২০ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সোহরাব হোসেন (৩৩), মো. মানু প্রকাশ মান্না (৩২) ও মো. হারুন অর রশিদকে (৪৫) গ্রেফতার করেছি। এর আগের দিন মঙ্গলবার (১৯ অক্টোবর) পৃথক অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন (৩৫), মো. রাসেল (৩২), আবদুল মোতালেব (৪৭), শাহাদাত হোসেন (৩৪), গোলাম কিবরিয়া (৩২) ও আনোয়ারুল আজিমকে (৪০) গ্রেফতার করেছি। হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, আমরা তাদের বেগমগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বেগমগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

হাসিব আল আমিন/আরএআর