ভাঙা রিকশায় যাত্রী পাচ্ছিলেন না রতন মিয়া, এখন থেকে পাবেন
দীর্ঘদিন ধরে পুরাতন একটি রিকশা চালিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছিলেন রতন মিয়া। রিকশাটি ভাঙা হওয়ায় যাত্রী পাচ্ছিলেন না তিনি। তার এ দূরাবস্থা দেখে মানবিক সংগঠন ‘হ্যালো গোবিন্দপুর’ একটি ব্যাটারি চালিত নতুন রিকশা দিয়েছেন তাকে। এতে মুখে হাসি ফুটেছে রতন মিয়ার।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখলা সিনিয়র ফাজিল মাদরাসা প্রাঙ্গণে রতন মিয়ার কাছে নতুন ব্যাটারিচালিত রিকশাটি হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা গ্রামে রিকশাচালক আব্দুল রতন মিয়ার বাড়ি। সংসারে অভাব অনটনের কারণে তার কাছে নতুন রিকশা কেনার টাকা ছিল না। তাই তিনি বাধ্য হয়েই পুরাতন ভাঙা রিকশা চালিয়ে সংসার চালাতেন।
তার এ অবস্থা দেখে মানবিক সংগঠন ‘হ্যালো গোবিন্দপুর’ নামের একটি ফেসবুক গ্রুপের সহযোগিতায় নতুন একটি ব্যাটারিচালিত রিকশা তাকে উপহার দেয়া হয়।
বিজ্ঞাপন
রতন মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার ভাঙা রিকশায় যাত্রী উঠতে চায় না। দূর থেকে ডাক দিলেও কাছে গেলে ভাঙা দেখে অনেক যাত্রী অন্য রিকশায় চলে যেত। এতে আয় রোজগারও কম হতো। নতুন এ রিকশাটি পেয়ে আমার খুব উপকার হয়েছে।
হ্যালো গোবিন্দপুর ফেসবুকের এডমিন এবিএম ছিদ্দিক চঞ্চল জানান, মানবতার কল্যাণ করাই আমাদের এই গ্রুপের কাজ। তাই দরিদ্র রিকশাচালক রতন মিয়াকে ৪৫৫০০ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারিচালিত রিকশা কিনে দেয়া হয়েছে। গ্রুপের সদস্য ও বিভিন্ন মানুষের দানের টাকার এ রিকশাটি ক্রয় করা হয়েছে। এতে রতন মিয়া স্বাবলম্বীসহ সংসারের অভাব দূর করতে পারবে।
এসকে রাসেল/এমএএস