শেরপুরে ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
শেরপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বাজিতখিলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী, কামারিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী ও গাজীরখামার ইউপির স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান।
বিজ্ঞাপন
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্রে দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষর না থাকায় বাছাইয়ে তার মনোয়নপত্রটি বাতিল করা হয়েছে। এছাড়াও কামারিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকী ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ও গাজীরখামার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ঋণখেলাপি থাকায় তাদের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, মনোনয়নপত্র বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়নপত্র বাতিল করেন। তবে প্রার্থীরা আগামী ২৪ অক্টোবরের মধ্যে মনোয়নপত্র বৈধ করার জন্য আপিল করতে পারবেন। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জাহিদুল খান সৌরভ/আরএআর