গাজীপুরে ২৪ ঘণ্টায় ৬৪টি নমুনা পরীক্ষায় কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও শূন্য। অপরদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে টঙ্গীর ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন রোগী।  

রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তাঁর দেওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কারও দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি বা করোনায় কেউ মারা য়াননি।

সিভিল সার্জন আরও বলেন, এযাবৎ গাজীপুরে এক লাখ ৩৫ হাজার ৩২৬টি নমুনা পরীক্ষায় ২৪ হাজার ৭৮১ পজেটিভ, ৪৯৩ জনের মৃত্যু এবং ২৪ হাজার ৬৫ জন করোনা মুক্ত হয়েছে।

অপরদিকে, টঙ্গীতে ডেঙ্গু ডেডিকেটেড শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোববার দুপুর পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মুকুল

তিনি আরও জানান, গত সাড়ে ৩ মাসে এ হাসপাতালে ১ হাজার ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল, তাদের মধ্যে ৯৮৪ জন রোগমুক্তি হয়েছে এবং জটিল অবস্থায় ২৯ জন ডেঙ্গু রোগীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

শিহাব খান/আরআই