জয়পুরহাটের সদরে শফিকুল ইসলাম (২৮) নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটো নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার দোগাছি গুচ্ছগ্রাম এলাকায় রাস্তার পাশের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শফিকুল ইসলাম সদর উপজেলার চকবরকত দক্ষিণ খাসপাহানন্দা এলাকার নিলু ফকিরের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন। জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই একরামুল হক বলেন, গতকাল রোববার সকালে শফিকুল তার বাড়ি থেকে অটো নিয়ে বের হন। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেনি। সোমবার সকালে দোগাছি গুচ্ছগ্রাম এলাকায় রাস্তার পাশের ধানখেত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় এটি শফিকুলের মরদেহ। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত অটোটি ছিনতাই করার জন্যই শফিকুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।

চম্পক কুমার/এমএসআর