মধ্যরাতে ইলেকট্রিকের দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
বগুড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ইলেকট্রিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের সব মালামাল পুড়ে ছাই গেছে। সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহরের সাতমাথায় মেরিনা রোডের সান অ্যান্ড সি ইলেকট্রিক দোকানে এ ঘটনা ঘটে।
পরে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের।
বিজ্ঞাপন
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে সান অ্যান্ড সি হোটেল থেকে কয়েকজন আগুন আগুন বলে দৌড়াতে থাকে। কাছে গিয়ে দেখা যায় সান অ্যান্ড সি ইলেকট্রিক দোকানের ভেতর থেকে আগুন বের হচ্ছে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
সান অ্যান্ড সি ইলেকট্রিকের পাশের হোটেলে খাবার খেতে আসা ব্যবসায়ী হেলাল বলেন, সারারাত হোটেলটি খোলা থাকে। তাই দোকান বন্ধ করে এই হোটেলে খেতে আসি। আজ এসে দেখি হোটেলের পাশের দোকানে আগুন লেগেছে এবং তা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বিজ্ঞাপন
সান অ্যান্ড সি ইলেকট্রিক দোকানের মালিক মুক্তার হোসেন জানান, প্রতিদিনের মত আজও তিনি দোকান বন্ধ করে বাসায় গেছেন। মধ্যরাতে খবর পান দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলার আগেই সব কিছু পুড়ে ছাই গেছে। আগুনে ৩০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম রবি জানান, রাত ২টার দিকে সান অ্যান্ড সি ইলেকট্রিক দোকোনে আগুন লাগে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
আরএআর