২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় বি ইউনিটে সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন নোয়াখালীর রাফিদ হাসান সাফওয়ান। মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রকাশ হওয়া ফলাফলে এ তথ্য জানা গেছে।

সর্বোচ্চ ৯৩ দশমিক ৭৫ নম্বর এসেছে বলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

রাফিদ হাসান সাফওয়ান নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাওলানা রাকিব উদ্দিনের ছেলে।

রাফিদ হাসান সাফওয়ান ২০১৯ সালে রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল এবং একই মাদরাসা থেকে ২০২১ সালে আলিম পাস করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সাফওয়ান বড়। বাবা নোয়াখালীর চাটখিল উপজেলার হীরাপুর আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন ও মা হোমিও ডাক্তার কামরুন নাহার।

বি ইউনিটে সেরা হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে রাফিদ হাসান সাফওয়ান ঢাকা পোস্টকে বলেন, আমার এ সাফল্য আল্লাহর রহমতে হয়েছে। আমি অনেক পরিশ্রম করেছি। আমার সাফল্যে মা-বাবার দোয়া এবং আত্মীয় স্বজন, শিক্ষকসহ অনেকের প্রেরণা ও অবদান রয়েছে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে সাফওয়ানের বাবা প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সাফওয়ান অত্যন্ত মেধাবী, ভদ্র ও বিনয়ী। তার এই সাফল্যে আমি অত্যন্ত খুশি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিয়েছে। আশা করি ঢাবিতেও ভালো ফলাফল করবে। 

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, রোববার (২৪ অক্টোবর) বি ইউনিটের পরীক্ষায় ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দুইজনের ওএমআর শিট বাতিল হয়েছে রোল কিংবা সেট কোড না লেখায়। এ ছাড়া তিনজনের পরীক্ষার ওএমআর রিপোর্টিংয়ের জন্য বাতিল হয়েছে। তাই ৬৩ হাজার ৫১৩ জনের ফলাফল দেওয়া হয়েছে।

হাসিব আল আমিন/এসপি