সারা পৃথিবীতে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে জয়পুরহাটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মাধাইনগর বাজারে কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম হাক্কানীর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
বিজ্ঞাপন
সমাবেশে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, কারও কথায় কেউ বিভ্রান্ত হবেন না যে, ইসলাম তো শেষ হয়ে গেছে চলো উমুকের বাড়ি গিয়ে হামলা করি, হিন্দুর বাড়িতে গিয়ে আগুন দেই। এর কোনো দরকার আছে কী? যার ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান আছে সে কখনো অন্য ধর্মের মানুষের বাড়িতে বা তাদের মন্দিরে, প্রতিমায় বা মূর্তিতে আক্রমণ করতে পারে না। এদেশের হিন্দুরা তো সংখ্যায় কম। তারা কি আপনাদের কারো কোনো ক্ষতি করেছে? আমার বিশ্বাস হয় না।
কুমিল্লায় যে ঘটনার কথা বলা হচ্ছে, সেখানে একজন হিন্দু সুন্দর করে প্রতিমা পূজা করার জন্য এতো সাজিয়ে করে রাখল। সে কি চাইবে, মুসলিমদের ধর্মগ্রন্থ এনে তার পূজা নষ্ট করতে? এ কাজে একটি মুসলিম আধাপাগল ছেলেকে ব্যবহার করেছে কেউ। এই যে ঘটনা ঘটলো এতে কী লাভ হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আপনারা এখানে যারা রয়েছেন তাদের অনুরোধ ইসলামকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। কারণ সারা পৃথিবীতে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে। তাই আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না। আমরা আইন প্রয়োগ করতে চাই না। যদি আমাদেরকে বাধ্য করানো হয় তাহলে করতেই হবে। জেলা প্রশাসন আপনাদের অফিস। কে কোন দল করেন এটা আমার কাছে বিবেচ্য না। যে কোনো সমস্যায় জেলা প্রশাসকের দরজা খোলা আছে, আপনারা নির্দ্বিধায় সরাসরি যোগাযোগ করবেন।
এ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমুখ।
চম্পক কুমার/আরএআর/এইচকে