দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীর অফিস ভাঙচুর ও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলী আজম মুকুল এমপির ছবি ভেঙে তছনছ করেছে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চকেটের বাহিনী। হামলায় নৌকা সমর্থিত ৫ জন আহত হন।

তাদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাতে মদনপুর ইউনিয়নের পাটোয়ারী বাজারে আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসিরুদ্দিন নান্নু জানান, প্রতীক বরাদ্দের পর বুধবার সন্ধ্যায় আমার সমর্থিত লোকজন পাটোয়ারী বাজারে আওয়ামী লীগ অফিসে বসে আলোচনা করছিল। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন চকেটের বাহিনী মোহাম্মদ হোসেনের নেতৃত্বে সাদ্দাম, শফিক মাঝি, বাহার খান, জাহাঙ্গীর, আলমগীর ডাক্তার, ইয়াকুব দেশীয় অস্ত্র নিয়ে আমাদের অফিসে ভাঙচুর চালায়। 

এ সময় হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আলী আজম মুকুল এমপির ছবি তছনছ করে ফেলে দেয়। আমার সমর্থক মাইনুদ্দিন, আবুল কালাম ভুট্টু, মহিউদ্দিন, সাগর হামলায় বাধা দিতে গেলে ক্যাডার বাহিনী পিটিয়ে তাদের আহত করে।

এদিকে রাত ১১টার দিকে ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলতু হাওলাদারের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন চকেটের ক্যাডার হোসেন বাহিনী। এ ঘটনাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন চকেটের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, এ বিষয়টি আমরা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

ইমতিয়াজুর রহমান/এমএসআর