আসন্ন দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের পাঁচটি ইউনিয়নের চারটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে এই চার প্রার্থীকে বিনা ৪ চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউপিতে শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপিতে বেগ এমদাদ হোসেন, গোটাপাড়ায় শেখ সমশের আলী এবং মোল্লাহাট উপজেলার গাংনীতে শিকদার উজির আলী।

তবে ১১ নভেম্বর নির্বাচনে ফকিরহাটের মূলঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিটলার গোলদারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় করছেন নাছির সরদার। এছাড়া প্রত্যেক ইউনিয়নে সদস্য ও সংরক্ষিত সদস্য পদে একাধিক প্রার্থী রয়েছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, ১১ নভেম্বর বাগেরহাটের তিনটি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যান্য পদে নিয়ম অনুযায়ী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

তানজীম আহমেদ/এমএসআর