ইউপি নির্বাচন
স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলায় আহত ৭
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল আলম মৃধার বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক মালের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে।
গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে এই ঘটনায় সাতজন আহত হন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ- দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল আলম মৃধা বৃহস্পতিবার বিকেলে উত্তর চরফতে বাহাদদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী পথসভার আয়োজন করে। সেখান থেকে উত্তেজিত জনতা হঠাত তার বাড়িতে হামলা চালায়। সিরাজুল আলম মৃধা নিজে ও তার দুই সন্তানও হামলায় অংশ নেন।
বিজ্ঞাপন
এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ (৬৭), বোন মুর্শীদা বেগম (৫৫), ছোট বোন শিশির আক্তার (৪৮), ছোট ভাই মনির মাল (৩০), চাচাতো ভাই রোমান মাল (২২) ও ফরহাদ মাল আহত হন।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হল মাল। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়াধীন।
অভিযোগের বিষয়ে সিরাজুল আলম মৃধা বলেন, আমরা মিছিল নিয়ে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে দিয়ে স্কুল মাঠে যাচ্ছিলাম। এ সময় তার লোকজন আমাদের ওপর হামলা করে। আমরা তাদের ওপর কোনো হামলা বা কাউকে মারধর করিনি। নৌকার জয় হবে, এটা তার সহ্য হচ্ছে না। আমি তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ঘটনার পর দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিত অভিযোগ করেননি।
নাজমুল মোড়ল/এনএফ