জমির আলী ভূঁইয়া

দ্বিতীয় ধাপের খাগড়াছড়ি মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির আলী ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা অনুযায়ী সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও সাধারণ সম্পাদক সুবাস চাকমা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গনিকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলেও আপনি (জমির আলী) দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী/স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।’

‘আপনাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও আপনি তা না করে নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা গঠনতন্ত্রের ৪৭ ধারার লঙ্ঘন। তাই খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নির্দেশে আপনাকে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জমির আলী ভূঁইয়া বলেন, ১৯৭৮ সালে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করি। ৪০ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আমার সংসার। বারবার আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। আমি জনগণের চাপেই এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে বহিষ্কার করা হলেও আমি আজীবন আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে যাব।

জাফর সবুজ/এমএসআর