‘ভ্রাতৃত্ব সমাজ গঠনে ফাতেমা রানি মা মারিয়া’ এই মূল সুরের ওপর ভিত্তি করে শেরপুরে ২ দিনব্যাপী তীর্থ উৎসব শুরু হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিস্টধর্ম পল্লিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে উৎসব শুরু হয়।

উৎসবের সমন্বয়কারী রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় মহা খ্রিষ্টযাগের মাধ্যমে তীর্থ উৎসব শুরু হয়। এতে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন বাংলাদেশের কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও সিএসসি। তাকে সহযোগিতা করেন ময়মনসিংহ ধর্ম প্রদশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি।

এছাড়া এই তীর্থ উৎসবে রাত ৮টায় আলোর শোভাযাত্রা, পাপ স্বীকার, নীশি জাগরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও দুপুর ১২টায় মহা খ্রিষ্টযাগের মাধ্যমে তীর্থ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে। এবারের তীর্থ যাত্রায় ২৫ হাজার রোমান ক্যাথলিক খ্রিষ্ট ভক্তরা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেছেন বলে আয়োজকরা জানান।
 
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের তীর্থ উৎসবকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এ বছর ৩ স্তরের নিরাপত্তা বিধানে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

নিরাপত্তা কমিটিরি সমন্বয়ক রেভারেন্ট ফাদার ফিদেলিশ নেংমিনজা ঢাকা পোস্টকে জানান, পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।

জাহিদুল খান সৌরভ/এমএসআর