নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ২ আসামি জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

স্বেচ্ছায় জবানবন্দি দেওয়া আসামিরা হলেন চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর টিএনটি কলোনি মফিজের ছেলে আরিফ (২১) ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হক মিয়ার ছেলে আব্দুর রহিম (৪০)। হামলা চলাকালীন ভিডিও ফুটেজ ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। তিনি বলেন, তারা বিভিন্ন মন্দির ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও পুকুরে যে লাশ পাওয়া যায় তাকে আগের দিন আঘাত করার কথাও জবানবন্দিতে উল্লেখ করে তারা। এ কাজে জড়িত আরও ২৬ জনের নাম উল্লেখ করে তারা। 

তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনার জেরে ১৫ অক্টোবর বেগমগঞ্জে মন্দিরে হামলায় ২৯ মামলায় ২২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৭ আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মোট ২০ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হাসিব আল আমিন/এমএসআর