ইউনিয়ন পরিষদের কক্ষে বাস করেন চেয়ারম্যান
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদের কক্ষ দখল করে গত পাঁচ বছর যাবত বাস করছেন বর্তমান চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল। কখনো কখনো তার স্ত্রীও থাকেন সেখানে। তবে চেয়ারম্যান বলছেন ইউনিয়নবাসীকে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্যই তিনি পরিষদে বাস করছেন।
জানা যায়, পাড়েরহাট ইউনিয়নে গত দুইবারের নির্বাচনে পরাজিত হওয়ার পর তৃতীয়বার মো. গোলাম সরোয়ার বাবুল চেয়ারম্যান নির্বাচিত হন। সেই থেকেই তিনি পরিষদের একটি কক্ষ দখল করে সেখানেই বসবাস করছেন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়েও থাকেন সেখানে। পড়াশোনার জন্য ঢাকা ও খুলনায় বসবাস করেন ছেলে-মেয়ে। খুলনা থেকে স্ত্রী পিরোজপুরে আসলে তিনিও থাকেন পরিষদে।
বিজ্ঞাপন
পাড়েরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনামুল ইসলাম জানান, চেয়ারম্যান গত ভোটে নির্বাচিত হবার পর থেকেই পরিষদে থাকেন।
ইউনিয়ন পরিষদের পাশের দোকানদার আ. হাই শেখ বলেন, চেয়ারম্যানকে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে ইউনিয়ন পরিষদে পাওয়া যায়। নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদেই থাকেন তিনি। এ কারণে প্রয়োজন হলেই তাকে আমরা কাছে পাই।
বিজ্ঞাপন
চেয়ারম্যান বাবুল বলেন, আমি যে কক্ষটিতে থাকি সেটি নির্বাচিত হওয়ার পর ফাঁকা পেয়েছি। তাই আমি জনগণের সেবা করার জন্য নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদে থাকি। তবে আমার স্ত্রী এখানে থাকে না। খুলনায় আমার বাড়ি আছে এবং ব্যবসাও রয়েছে। নির্বাচনের আগে আমি ভোটারদের কথা দিয়েছিলাম সবসময় তাদের পাশে থেকে সেবা করার। তাই সে কথা রাখতেই ভবনের একটি কক্ষে থাকি সবসময়।
তিনি আরও বলেন, আমি পরিষদে থাকি সেটা সবাই জানে। তবে আগামী ১১ নভেম্বর আবারও ভোট। আমি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় বর্তমানে পরিষদে থাকছি না। আবারও নির্বাচিত হলে পরিষদে থাকব অথবা নতুন যিনি আসবেন তাকে চাবি দিয়ে দেব।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ইউনিয়ন পরিষদ ভবনে কারও আবাসিকভাবে থাকার সুযোগ নেই। জনগণের সেবার জন্য কেউ পরিষদে থাকতে পারবে না। বাড়িতে থেকে প্রয়োজনে পরিষদে এসে সেবা দিতে হবে। আমি বিষয়টি জানি। আমি চেয়ারম্যানের সাথে কথা বলব।
আবীর হাসান/আরআই